আলোর যুগ স্পোর্টসঃ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে টানা তৃতীয়বারের মতো এ আসরের ফাইনালে উঠল স্প্যানিশ জায়ান্টরা। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় দুই অর্ধে একটি করে গোল করেছে বার্সা। দলে হয়ে গোল করেছেন।
এ দিন ম্যাচের ১৭তম মিনিটে লিড পায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো বাল্দেকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাকে ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান গাভি।
৫২তম মিনিটে লিড দ্বিগুণ করে বার্সা। গাভির পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান লামিন ইয়ামাল। গত বছরের শেষ দুই মাস ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা নতুন বছরে প্রথম দুই ম্যাচেই পেল জয়ের স্বাদ।
বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।