Saturday, December 21, 2024
Homeজাতীয়বিমানবন্দরে গ্রেফতার সাবেক সচিব ইসমাইল হোসেন

বিমানবন্দরে গ্রেফতার সাবেক সচিব ইসমাইল হোসেন

আলোর যুগ প্রতিনিধিঃ বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাবেক সচিব ইসমাইল হোসেন।

শনিবার বিমানবন্দর থানার ওসি মো. এরশাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

গ্রেফতার হওয়া সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments