Thursday, July 3, 2025
Homeজাতীয়বিনামূল্যে বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৮ জনের ছানি অপারেশন

বিনামূল্যে বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৮ জনের ছানি অপারেশন

আলোর যুগ প্রতিনিধিঃ বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব ও দুস্থ আরও ৩৮ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও মইন উদ্দিন-মুক্তার উদ্দিন ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে তাদের অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন- ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. মজুমদার গোলাম রাব্বি, ডা. আক্তার ফেরদৌসি জাহান ও ডা. নুসরাত লুবনা ইসলাম।

অধ্যাপক ডা. মো. সালেহ আহমদ বলেন, সারাদেশে ক্যাম্পের মাধ্যমে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আমরা করে থাকি। ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসার জন্য আমাদের ডাকা হলে আমরা গিয়ে গরিব রোগীদের চক্ষু সেবা দিয়ে থাকি। এদিন ২২ জন নারী ও ১৬ জন পুরুষসহ ৩৮ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে তিন হাজার ৬০৭ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

গত বছরের ১৯ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে দোয়ারকাদাস আগরওয়ালা মহিলা কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১ হাজার ২৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫০ জনকে ছানি, নেত্রনালী ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার সেখানকার দ্বিতীয় ব্যাচের ৩৮ জন রোগীর এই অপারেশন করা হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments