Saturday, April 26, 2025
Homeখেলাবার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও

বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও

আলোর যুগ স্পোর্টসঃ হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তুর্কি আর্দা গুলেরের। লা লিগার শিরোপার লড়াই এখন চূড়ান্ত উত্তেজনায়। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিটি ম্যাচই এখন যেন ফাইনাল—একটুও হোঁচট খাওয়া মানেই শিরোপা স্বপ্নে ধাক্কা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ২১তম মিনিটেই গোলটি করেন তুরস্কের এই মিডফিল্ডার। দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭২, যেখানে বার্সেলোনার পয়েন্ট ৭৬। পয়েন্ট ব্যবধান কমে এসেছে চার এ। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে রিয়ালকে জিততে হবে তাদের পরবর্তী ম্যাচেও, যা হবে ৪ মে সেল্তা ভিগোর বিপক্ষে। তবে আসল উত্তেজনা জমে উঠবে ১১ মে, যখন এল ক্লাসিকোতে বার্সার মুখোমুখি হবে রিয়াল।

সেই ম্যাচই হয়ে উঠতে পারে এবারের লা লিগার শিরোপা নির্ধারক। হারলে রিয়ালের শিরোপার স্বপ্ন ভেঙে যেতে পারে, আর জিতলে মিলতে পারে নতুন আশার আলো। আজকের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি নিয়েছিলেন বড় এক ঝুঁকি। নিষেধাজ্ঞার কারণে এমবাপ্পে ছিলেন না, আর বেঞ্চে রাখা হয় বেলিংহাম ও রদ্রিগোকেও। তাদের জায়গায় একাদশে ছিলেন তরুণ এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ। মূল স্কোয়াড থেকে ভিন্ন হলেও রিয়ালের খেলায় ছিল পূর্ণ নিয়ন্ত্রণ।

শেষদিকে হেতাফে কিছু সুযোগ তৈরি করলেও, রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া অসাধারণ সেভ দিয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন একাধিকবার। তার নৈপুণ্যেই জয় ধরে রাখে রিয়াল। সব মিলিয়ে, গুলেরের অসাধারণ গোল ও কোর্তোয়ার দৃঢ়তায় রিয়াল পেয়েছে মূল্যবান তিন পয়েন্ট—যা তাদের শিরোপা স্বপ্নকে এখনো বাঁচিয়ে রেখেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments