Wednesday, January 21, 2026
Homeজেলার খবরবাবা-মায়ের কবরের পাশে র‌্যাব কর্মকর্তা মোতালেবকে দাফন

বাবা-মায়ের কবরের পাশে র‌্যাব কর্মকর্তা মোতালেবকে দাফন

আলোর যুগ প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে তাঁর বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।

এর আগে মোতালেব হোসেনকে শেষবারের মতো দেখতে আশপাশের এলাকা থেকে সহস্রাধিক মানুষ ভিড় করেন। রাত সাড়ে ৮টার দিকে মরদেহবাহী গাড়ি গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে অলিপুরের বাতাস ভারী হয়ে ওঠে।

জানাজার নামাজে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহকর্মীর প্রতি অশ্রুসিক্ত নয়নে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজা শেষে র‌্যাব-১১ কুমিল্লার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভূঁইয়ার ১১ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। গত শুক্রবার ছুটি শেষে তিনি কর্মস্থল চট্টগ্রামে ফেরেন। সোমবার সন্ত্রাসীদের ধরতে পরিচালিত এক অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments