Friday, November 22, 2024
Homeজেলার খবরবাগেরহাটের রামপালে মোয়াজ্জেম ও কচুয়ায় বাবু নির্বাচিত

বাগেরহাটের রামপালে মোয়াজ্জেম ও কচুয়ায় বাবু নির্বাচিত

আলোর যুগ প্রতিনিধিঃ বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রামপাল উপজেলায় মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও কচুয়া উপজেলায় মেহেদী হাসান বাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দুই উপজেলায় আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কেউই নির্বাচলে অংশ নেননি।

বাগেরহাট উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বুধবার রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাগেরহাটের রামপাল উপজেলায় মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন (আনারস) ২৪ হাজার ১৯৬ ভোট পেয়ে মাত্র ২৪৯ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম জামিল হাসান ( কাপ-পিরিচ) ২৩ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। বাগেরহাটের কচুয়া উপজেলায় ২৬ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান বাবু (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর জায়েসী আশরাফি জেমস (মোটরসাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৪৬৭ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments