Sunday, July 6, 2025
Homeজাতীয়বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মালয়েশিয়ায় কিছু বাংলাদেশির বিরুদ্ধে ‘জঙ্গি সম্পৃক্ততা’ অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।”

তিনি আরও বলেন, “মালয়েশিয়ার পুলিশ প্রধান যেসব পাঁচজনের কথা বলেছেন, তারা কেউ এখনো বাংলাদেশে ফেরত আসেনি। তাদের বিষয়ে আমরা সরকারিভাবে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তদন্ত করে দেখা হবে। তবে তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি।”

মালয়েশিয়ার পুলিশ প্রধানের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, “তিনি কী বলেছেন, সেটা আমি জানি না। আমাদের কাছে সরকারিভাবে এখনো কোনো বার্তা আসেনি। আমরা কেবল বিভিন্ন মাধ্যমে কিছু তথ্য পেয়েছি, যার ব্যাখ্যা ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে।”

বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, “মিডিয়ার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ বছরে দেশে বড় কোনো জঙ্গি হামলার তথ্য আপনারা দিতে পারেননি, কারণ এমন ঘটনা ঘটেনি। এর কৃতিত্ব আপনাদেরও প্রাপ্য।”

বাংলাদেশকে উদ্দেশ্য করে ‘জঙ্গি তকমা’ দেওয়ার চেষ্টা চলছে কি না— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমাদের দেশে এমন কিছু নেই, যা এ ধরনের সন্দেহের পক্ষে যায়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments