Wednesday, January 28, 2026
Homeক্রিকেটবাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে রাজি না হওয়ার কারণ জানালো আয়ারল্যান্ড

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে রাজি না হওয়ার কারণ জানালো আয়ারল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দেয় বিসিবি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আইসিসি ও আয়ারল্যান্ড—উভয় পক্ষই। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে রাজি না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেন্যু ও কন্ডিশন মাথায় রেখেই দলটি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, ফলে হঠাৎ ভেন্যু পরিবর্তন হলে তা তাদের পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলত।

মালান বলেন, ‘আমরা বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিক প্রস্তুতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের অবস্থা, কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার সক্ষমতা গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি।’ তিনি আরও জানান, মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার পরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোই তাদের মূল লক্ষ্য, যাতে তারা স্বাধীনভাবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments