Thursday, December 12, 2024
Homeক্রিকেটবাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যারিবিয়ান দুই পেসার

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যারিবিয়ান দুই পেসার

আলোর যুগ স্পোর্টসঃ চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস। মিন্ডলি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। তবে ওয়ানডে দলে সুযোগ পেলেন প্রথমবার। ব্লেডস জাতীয় দলেই এলেন প্রথমবার।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাওয়া উরুর চোটই এখনও ভোগাচ্ছে ফোর্ডকে। এই সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ফিট হতে পারেননি তিনি। আপাতত পুনবার্সন চালিয়ে যেতে হবে ২২ বছল বয়সী পেসারকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে আট উইকেট নিয়ে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন ফোর্ড। তাকে হারানো তাই ক্যারিবিয়ানদের জন্য বড় ধাক্কা।

শামার জোসেফ পায়ে চোট পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত জ্যামাইকা টেস্টে। সুযোগ পাওয়া মিন্ডলি ২০২২ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেইডে অভিষেক টেস্টে দুই ওভার বোলিং করে মাঠ ছেড়ে গিয়েছিলেন চোটের কারণে। এরপর আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন ২৯ বছর বয়সী এই পেসার। কিছুদিন আগে ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট সুপার ফিফটি কাপে সাত ম্যাচে ২০ উইকেট শিকার করেন তিনি। সবশেষ দুই ম্যাচেই উইকেট নেন ৯টি।

ওই একই টুর্নামেন্টের পারফরম্যান্স জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে ব্লেডসের জন্য। আসরে পাঁচ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। দুই ম্যাচে পান চার উইকেট। মাত্র ৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন ২২ বছর বয়সী ক্রিকেটার। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments