আলোর যুগ স্পোর্টসঃ সেরা ক্লাব হিসেবে ঘোষণা করা হলো রিয়াল মাদ্রিদের নাম। ব্যালন ডি’অর অনুষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে গত মৌসুমের সাফল্য চিত্র তুলে ধরা হলো দলটির। কিন্তু পুরস্কার নেওয়ার কেউ নেই। রিয়াল মাদ্রিদের কেউ যে আসেনি ব্যালন ডি’অর অনুষ্ঠানে! ‘ফ্রান্স ফুটবল’-এর আয়োজিত অনুষ্ঠান আগেই বয়কট করেছে মাদ্রিদের ক্লাবটি।
এবারের ব্যালন ডি’অর জয়ে ফেভারিট ধরা হচ্ছিল ভিনিসিয়ুস জুনিয়রকে। কিন্তু অনুষ্ঠানের আগে রিয়াল মাদ্রিদ জানতে পারে, পুরস্কারটি জিতছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিজয়ী নির্ধারণের মানদণ্ড সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় রিয়াল।
রিয়াল মাদ্রিদ নাকি জানতে পেরেছে এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রোদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের জার্সিতে ইউরো জয়ের কারণে স্প্যানিশ মিডফিল্ডারের হাতে উঠতে যাচ্ছে পুরস্কারটি। যদি এই মানদণ্ডে রোদ্রি ব্যালন ডি’অর জেতেন, তাহলে পুরস্কারটি দানি কারভাহালের জেতা উচিত বলে মনে করেছে রিয়াল। কারণ ডিফেন্ডার কারভাহাল রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরোও জিতেছেন।
বার্তা সংস্থা এএফপিকে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছিল, মানদণ্ডের বিচারে ভিনিসিয়ুস জুনিয়রকে যদি ব্যালন ডি’অর না দেওয়া হয়, তাহলে সেই মানদণ্ডের বিবেচনায় পুরস্কারটি পাওয়া উচিত দানি কারভাহালের।