Saturday, November 8, 2025
Homeজেলার খবরবর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

আলোর যুগ প্রতিনিধিঃ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রায়ই হতে হয়। এবার তিনি জানালেন, নির্বাচন করবেন কিনা সে নিয়ে তাদের ভাবতে হচ্ছে। আসিফ মাহমুদ দাবি করেছেন, আগামী নির্বাচনেও কালোটাকার দৌরাত্ম্য থাকবে। তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও চিন্তা করতে হচ্ছে।

আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কারো ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, তবে জামানত বাজেয়াপ্ত হবে। এই বাস্তবতায় আসলে যাদের কালোটাকা আছে, তাদেরই সুযোগ আছে আরকি নির্বাচনে অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ (টাকা) দেয়। কারো টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে।  …সে জন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কী করব, না করব না। করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কি না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ বলেন, তিনি কোনো দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। ষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় এই গোলটেবিলে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments