Monday, November 25, 2024
Homeশিক্ষাফের সায়েন্সল্যাবে অবরোধের ডাক ৭ কলেজ শিক্ষার্থীদের

ফের সায়েন্সল্যাবে অবরোধের ডাক ৭ কলেজ শিক্ষার্থীদের

আলোর যুগ প্রতিনিধিঃ সাত কলেজের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ১৩ সদস্যের কমিটি গঠনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার (২৯ অক্টোবর)ফের রাজধানীর সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) রাতে আন্দোলনের সংগঠক মোত্তাকি বিশ্বাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। হাজারো শিক্ষার্থীর দাবি উপেক্ষা করে কর্তৃপক্ষের এমন ‘উপহাসমূলক’ সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কমিটির ন্যায় সভাকেও প্রত্যাখ্যান করছে। এতে আরও বলা হয়, মঙ্গলবার সাত কলেজ শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাবেশ কর্মসূচি ছিল। ঢাকা কলেজের সমাবেশ কর্মসূচির পরিবর্তে মঙ্গলবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments