আলোর যুগ প্রতিনিধিঃ স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে আজ মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই তিন ইউরোপীয় দেশ আজ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এর আগে এবং ১৪৪টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মঙ্গলবার সকালে পার্লামেন্টে কয়েক ঘণ্টার বিতর্কের পর আয়ারল্যান্ডের মন্ত্রিসভা ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আমরা ইসরায়েল রাষ্ট্র ও ফিলিস্তিন রাষ্ট্রে বিশ্বাস করি। দুই রাষ্ট্র পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে বসবাস করবে। আর আমরা এমন এক সময় এটা করতে যাচ্ছি যখন ইসরায়েল ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিতে বোমা বর্ষণ করে যাচ্ছে।
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এই স্বীকৃতি শুধু ঐতিহাসিক ন্যায়বিচারের বিষয় নয়, আমরা সবাই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
এদিকে কানাডা ফিলিস্তিনিদের ভিসা পাঁচগুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। যারা কানাডায় তাদের পরিবারের সদস্যদের সাথে যোগ দিতে চায় তাদের ভিসা দেবে অটোয়া। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, অটোয়া ডিসেম্বরে ঘোষিত একটি বিশেষ কর্মসূচির আওতায় গাজার বাসিন্দাদের দেওয়া ভিসার সংখ্যা বাড়িয়ে ৫০০০- এ উন্নীত করবে।