Friday, October 18, 2024
Homeখেলাফিনল্যান্ডকে উড়িয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

ফিনল্যান্ডকে উড়িয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ উয়েফা নেশন্স লিগের ম্যাচে ফিনল্যান্ডকে উড়িয়ে জয়ে ফিরলো ইংল্যান্ড। রবিবার (১৩ অক্টোবর) রাতে ফিনল্যান্ডের হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে ইংলিশরা।

প্রথমার্ধে সফরকারীদের এগিয়ে নেন চোট থেকে ফেরা জ্যাক গ্রিলিশ। পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও রাইস। শেষ দিকে স্বাগতিকদের পরাজয়ের ব্যবধান কমান আর্তু হসকনেন।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ইংল্যান্ড। ১৮ মিনিটেই দলকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ। গোমেসের চমৎকার পাস বক্সে পেয়ে ডান পায়ের নিচু শটে গোল করেন ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।

ইংল্যান্ডের আগের কোচ গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে ৩৬ ম্যাচে গোল করেছিলেন মাত্র দুটি। আর কার্সলির কোচিংয়ে ৩ ম্যাচেই তিনি করলেন ২ গোল। আর দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ। ৫৬ মিনিটে সমতায় ফিরতে পারতো ফিনল্যান্ড। বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সের মুখে ফাঁকায় পেয়ে তা উড়িয়ে মারেন ফ্রেদরিক ইয়েনসেন।

ইংল্যান্ডের রেকর্ড স্কোরার কেইনকে ৬৯তম মিনিটে তুলে নেন। তার বদলি ওলি ওয়াটকিন্সকে মাঠে নামান কার্সলি। ৭৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজ্যান্ডার-আর্নল্ড। ৮৪তম মিনিটে কাছ থেকে পায়ের টোকায় স্কোরলাইন ৩-০ করেন রাইস। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমান হসকনেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments