Thursday, April 17, 2025
Homeক্রিকেটফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

আলোর যুগ স্পোর্টসঃ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় স্বাগতিকরা। অপরদিকে দক্ষিণ আফ্রিকাও প্রথম ম্যাচে হেরেছে কিউইদের সঙ্গে।

আজ বুধবার করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। ফাইনালে উঠতে হলে দুই দলেরই এই ম্যাচ জিততে হবে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

দক্ষিণ আফ্রিকা একাদশ

ম্যাথিউ ব্রিটজকে, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, কাইল ভেরেইনে (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তেবরাইজ শামসি।

পাকিস্তান একাদশ

ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, আবরার আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments