Wednesday, April 9, 2025
Homeক্রিকেটফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

আলোর যুগ স্পোর্টসঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামলেও অস্ট্রেলিয়া দলে আছে দুই পরিবর্তন। দুবাইয়ের ধীরগতির উইকেটের কথা মাথায় রেখে পেসার স্পেন্সার জনসনের পরিবর্তে নেওয়া হয়েছেন স্পিনার তানভির সংঘাকে। আর ইনজুরিতে ছিটকে যাওয়া ওপেনার ম্যাথিউ শর্টে বদলে দলে এসেছেন কুপার কনোলি।

এখন পর্যন্ত ১৫১ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি, ভারত জিতেছে ৫৭টিতে। ওয়ানডেতে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। ওই ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে (১৩৭) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ- কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সংঘা

ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments