
আলোর যুগ স্পোর্টসঃ বিপিএলের এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতেছে সিলেট টাইটান্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।
এর আগে, রংপুর পয়েন্ট টেবিলের তিনে এবং সিলেট চারে থেকে লিগ পর্ব শেষ করে। টেবিলের তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হয় এলিমিনেটরে। এই ম্যাচ যারা হারবে, টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হবে। আর টেবিলের প্রথম ও দ্বিতীয় দল মুখোমুখি হয় কোয়ালিফায়ারে। রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স- এই দুই দলের থেকে যে জিতবে তারা বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মুখোমুখি হবে আজকের কোয়ালিফায়ার এক নম্বর ম্যাচে চট্টগ্রাম ও রাজশাহীর লড়াইয়ে পরাজিত দলের বিপক্ষে।
বাচা-মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছে সিলেট টাইটান্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন মুমিনুল হক, রুয়েল মিয়া, ইথান ব্রুকস ও শহিদুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ মিলেছে ক্রিস ওকস, আরিফুল ইসলাম, স্যাম বিলিংস ও খালেদ আহমেদের। সিলেটের মতো একাদশে পরিবর্তন এনেছে রংপুরও। সবশেষ ম্যাচে বিশ্রামে ছিলেন মুস্তাফিজুর রহমান ও কাইল মেয়ার্স। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাদের দুইজনকে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুর রাইডার্স- তাওহীদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস (অধিনায়ক), কাইল মেয়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, নাহিদ রানা, আলিস আল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সিলেট টাইটান্স- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, স্যাম বিলিংস, আফিফ হোসেন ধ্রুব, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
