Monday, September 8, 2025
Homeজাতীয়‘প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই জান বের হয়’

‘প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই জান বের হয়’

আলোর যুগ প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় অর্থ আসছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা মনে করি যে, সাহায্য-সহযোগিতা (জলবায়ু অর্থায়ন) যেটা দরকার, সেটা আসছে না। একটা হিসাব করা হয়- ৩০ বিলিয়ন ডলার বোধ হয় দরকার, বোধ হয় দরকার বাংলাদেশের জন্য। অথচ আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই আমাদের জান বেরিয়ে যায়। এক-দেড় বছরে পাঁচ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করে।

সোমবার রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। আর্থিক সংকট সামাল দিতে ২০২২ সাল থেকে কয়েক দফা আলোচনা শেষে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ।

এরপর ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি থেকে পরের বছরের জুন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার বাংলাদেশের হাতে আসে। গত বছরের ডিসেম্বরে চতুর্থ কিস্তির টাকা ছাড়ের কথা থাকলেও মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা, রিজার্ভের লক্ষ্যমাত্রা ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণ না হওয়ায় তা আটকে দেয় আইএমএফ।

এরপর বাংলাদেশ ব্যাংক বিনিময় হার বাজারমুখী করতে সম্মত হওয়ায় আইএমএফ গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ডলার ছাড় করে। জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাধারণ মানুষের সক্ষমতার প্রশংসা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জনগণই সবচেয়ে বেশি ইফেক্ট হয় এবং জনগণ (প্রভাব) মোকাবেলায় এগিয়ে আসে। লোকাল লোকেরা নিজেদের প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। বাংলাদেশ কিন্তু এদিক থেকে প্রথম কাতারে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে- বাংলাদেশ এর মধ্যে প্রথম কাতারে। এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে।

অর্থ উপদেষ্টা বলেন, এইখানে আমি বলব, আমাদের যারা সাংবাদিক যারা ভাইবোন আছেন, তাদের রোলটা অনেক বেশি। সংবাদমাধ্যম যাতে জনস্বার্থে কাজ করে তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিক আর্টিকুলেট করবে মানুষের কথা। কার কী কন্ট্রিবিউশন সে কথা বলবে। …আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম তো করবেনই, কিছুটা আপামর জনগনের ওপর ক্লাইমেট রিলেটেড প্রভাব নিয়ে করবেন। ম্যান মেইড ডিজাস্টার কম না আমাদের দেশে; আর ন্যাচারাল ডিজাস্টার তো আছেই। অতএব দুইটাই নজর দিতে হবে।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments