Wednesday, March 12, 2025
Homeক্রিকেটপ্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা

প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা

আলোর যুগ স্পোর্টসঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ছয়দিন আগেই দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে পৌঁছে তারা। পরের দিন বিকেলে প্রথমবারের মতো অনুশীলনও করেছেন নাজমুল হোসেন শান্তরা। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে তারা অনুশীলন করার সুযোগ পেয়েছেন।

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ঠিক তার পরের দিন অর্থ্যাৎ আগামী ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলা করবে টাইগাররা। তবে মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে শান্তবাহিনী।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মাঠে নামবেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে। মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে তানজিম সাকিব বলছিলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা।

বাংলাদেশ স্কোয়াড:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড:

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments