Friday, October 18, 2024
Homeঅপরাধপ্রশ্নফাঁস : আবেদ আলীসহ ৪ আসামির জামিন নাকচ

প্রশ্নফাঁস : আবেদ আলীসহ ৪ আসামির জামিন নাকচ

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানার করা মামলায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেয়। জামিন নামঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকার।

এর আগে গত ৯ জুলাই এ মামলায় গ্রেফতার ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরবর্তীতে ৬ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তবে ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানান। এরপর তাদেরসহ অপর ১০ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে গত ৮ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। প্রশ্নফাঁসের ঘটনায় ওইদিন রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির এসআই নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments