আলোর যুগ প্রতিনিধিঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন আইনজীবীরা। শনিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়।
এদিকে, শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে জরুরি ফুল কোর্ট সভা ডেকেও তা স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণার পর ফুল কোর্ট সভা স্থগিত করা হয়।