আলোর যুগ স্পোর্টসঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে অল্পতেই বেঁধে ফেলে ভারত। জস বাটলার ছাড়া জ্বলে উঠতে পারেননি সফরকারীদের আর কোনও ব্যাটার। তারপর অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল বাকি থাকতেই সাত উইকেটের জয় তুলে নেয় ভারত। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে ভারত।
এ দিন লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেককে নিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন সাঞ্জু স্যামসন। পঞ্চম ওভারে চার বলের মধ্যে তাদের দুজনকেই হারায় স্বাগতিকরা। জোফরা আর্চারের কাছে ২০ বলে ২৬ রানে ফেরেন স্যামসন। একই ওভারে ডাক মারেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দলীয় ৪১ রানে ২ উইকেট হারানোর পর তিলক ভার্মাকে নিয়ে ৮৪ রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়েন অভিষেক। ২০ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ৩৪ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৯ রান করে উইকেট হারান অভিষেক। তিলক ১৯ ও হার্দিক পান্ডিয়া ৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন। ইংল্যান্ডের পক্ষে আর্চার দুটি ও এক উইকেট নেন আদিল রশিদ।
এর আগে, শুরুতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন ভারতীয় বোলাররা। দুই উইকেট তুলে নেন আর্শদীপ সিং। অষ্টম ওভারে জোড়া আঘাত করেন বরুণ চক্রবর্ত্তী। তারপর ইংলিশদের ভোগান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ব্যক্তিগত ইনিংসে ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন জস বাটলার। এছাড়া, দুই অঙ্কের ঘরে রান ছিল হ্যারি ব্রুক (১৭) ও আর্চারের (১২) ব্যাটে। সর্বোচ্চ তিন উইকেট নেন বরুণ। দুটি করে পান আর্শদীপ, হার্দিক ও অক্ষর।