
আলোর যুগ প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সম্পূর্ণরূপে ইহুদি-বিরোধী আক্রমণ বলে উল্লেখ করেছেন।
গতকাল রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘এই পৃথিবীতে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায়। ট্রাম্প প্রশাসন এই গুলিবর্ষণকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করছে। হামলায় নিহতদের, ইহুদি সম্প্রদায়ের ও অস্ট্রেলিয়ার জনগণের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’
সিডনির সৈকতটিতে দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১৬ জন নিহত এবং বহু ব্যক্তি আহত হয়েছেন। যা ১৯৯৬ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় প্রাণঘাতী বন্দুক হামলা। এ ঘটনায় অস্ট্রেলিয়ায় ব্যাপক শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজে বলেছেন, ‘আমাদের দেশে এই ধরনের ঘৃণা, হিংসা ও সন্ত্রাসের কোনো স্থান নেই। আমি পরিষ্কারভাবে বলছি, আমরা এটিকে নির্মূল করেই ছাড়ব।’ পুলিশ জানিয়েছে, হামলার দুই সন্দেহভাজন ব্যক্তি বাবা ও ছেলে, বয়স যথাক্রমে ৫০ ও ২৪ বছর। বাবা ঘটনাস্থলে নিহত হন, আর ছেলে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
