আলোর যুগ প্রতিনিধিঃ পেন্টাগনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন দলের প্রধান রবার্ট উইলকি জানিয়েছেন, (ট্রাম্প) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন। তিনি ইউক্রেনের যুদ্ধের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির আলোকেই এই কথা বলেছেন।
উইলকি বলেছেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন এবং তাকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন। যদি পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের আহ্বানকে পাত্তা না দেন, তবে ভিন্ন পথে হাঁটবেন ট্রাম্প। বিশেষ নির্বাহী আদেশে রাশিয়াকে বিপদে ফেলার চেষ্টা করবেন তিনি।
ট্রাম্প সেই আদেশে “ইউরোপে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবেন।” উইলকি বলেছেন, ” বিশ্ব তেল বাজারে মার্কিন উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে। যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিতে অবিশ্বাস্য প্রভাব ফেলতে চলেছে।”