Friday, November 22, 2024
Homeখেলাপিছিয়ে পড়েও জিতল ম্যানসিটি

পিছিয়ে পড়েও জিতল ম্যানসিটি

আলোর যুগ স্পোর্টসঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এ নিয়ে ৫০ ম্যাচে অপরাজিত রইলো সিটি। শনিবার (৫ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিক ম্যানসিটি। যদিও দাপুটে পারফর্ম করেই ম্যাচ শুরু করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। অতিথি দলের সমর্থকদের স্তব্ধ করে ২৬ মিনিটে আদ্রিয়েস পেরেইরার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফুলহাম।

৬ মিনিট পর সমতায় ফেরে সিটি। ৩২ মিনিটে স্বাগতিক দলের কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় ফুলহাম। বল পেয়ে যান সিটির ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মেটিও কোভাসিক। পায়ে একবার বল স্পর্শ করেই দুর্দান্ত শটে ফুলহামের জাল কাঁপান তিনি। বিরতি থেকে এসেই দ্বিতীয় গোল করেন কোভাসিক।

সিটির শতশত সমর্থক তখনো নিজেদের আসনে ভালোমতো বসেনসি। ৪৭ মিনিটে ক্রোয়েশিয়া তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার তৃতীয় গোল। জ্যাক গ্রিলিশের পাস থেকে গোলটি করেন কোভাসিক।

৮২ মিনিটে জেরেমি ডকুর রকেট শটে ৩-১ গোলে এগিয়ে যায় সিটি। ৬ মিনিট পর আরও একটি গোল করে ফুলহাম। ১৫ গজ দূর থেকে দারুণ শটে সিটির জালে বল জমা করেন ফুলহামের রদ্রিগো মুনিজ। এতে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-২। এই ব্যবধানেই খেলা শেষ করে দুইদল। সিটির মাঠে পয়েন্টে ভাগ বসাতে না পেরে দারুণ হতাশ হয় ফুলহাম।

জমজমাট ম্যাচ জিতে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। সমান ম্যাচে আর্সেনালের ঝুলিতেও আছে ১৭ পয়েন্ট। একই সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments