Saturday, April 26, 2025
Homeক্রিকেটপিএসএলে রিশাদের রেকর্ড

পিএসএলে রিশাদের রেকর্ড

আলোর যুগ জবসঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মঙ্গলবার লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে লেগ স্পিনার রিশাদ হোসেন খরুচে বোলিং করলেও রেকর্ড গড়েছেন। দুই উইকেট নিয়ে তিনি পিএসএলের ইতিহাসে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যুগ্মভাবে সর্বোচ্চ বাংলাদেশি উইকেটশিকারী হয়েছেন। একইসঙ্গে এক আসরে সর্বোচ্চ বাংলাদেশি উইকেটশিকারীর রেকর্ডও এখন তার দখলে।

মঙ্গলবার মুলতানের বিপক্ষে ম্যাচে রিশাদ ৪ ওভারে ৪৫ রান খরচ করে তুলে নেন উসমান খান ও অ্যাস্টন টার্নারের উইকেট। যদিও তার দল লাহোর কালান্দার্স এই ম্যাচে হেরেছে। মুলতানের করা ২২৮ রানের বিশাল সংগ্রহের জবাবে লাহোর থামে ১৯৫ রানে। পিএসএলে রিশাদের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৮টি। এতদিন ৮ উইকেট নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সাকিব ও রিয়াদ ৮ উইকেট পেয়েছেন একাধিক আসর খেলে, সেখানে রিশাদ মাত্র ৩ ম্যাচ খেলেই তাদের পাশে নাম লেখালেন।

শুধু তাই নয়, রিশাদ পিএসএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি বোলারের রেকর্ডও নিজের করে নিয়েছেন। তিনি ভেঙেছেন মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড। রিয়াদ ২০১৬-১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৭ উইকেট পেয়েছিলেন। রিশাদ এবারের আসরে ৮ উইকেট নিয়ে সেই রেকর্ড টপকে গেলেন। চলতি পিএসএল আসরে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় রিশাদ আপাতত তৃতীয় স্থানে আছেন। তার সামনে রয়েছেন জেসন হোল্ডার (১১ উইকেট) এবং হাসান আলী (১০ উইকেট)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments