আলোর যুগ বিনোদনঃ সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘জংলি’ এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। তবে এবার নতুনত্ব হিসেবে সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে দেশটিতে। এর আগে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে বাংলা ভাষায় সাবটাইটেলসহ মুক্তি পেলেও, ‘জংলি’ হতে যাচ্ছে প্রথম কোনো বাংলা চলচ্চিত্র, যা উর্দুতে ডাব হয়ে দেশটিতে প্রদর্শিত হবে।
‘জংলি’ চলচ্চিত্রটি চলতি বছরের ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রশংসিত হয় দর্শকমহলে। এরপর এটি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারে একযোগে মুক্তি পায়। এবার সেই যাত্রায় নতুন সংযোজন হলো পাকিস্তান। পাকিস্তানে ছবিটি পরিবেশন করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, ‘আমরা ইতোমধ্যেই ছবিটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার সঙ্গে সব চুক্তি সম্পন্ন করেছি। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে। এটি উর্দুতে ডাব করা প্রথম বাংলা সিনেমা হিসেবে পাকিস্তানে মুক্তি পাবে।’
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শিশু শিল্পী নৈঋতা অভিনয় করেছেন ‘পাখি’ চরিত্রে। এছাড়া রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী দীঘি ও অন্যান্যরা। চলচ্চিত্রটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য যৌথভাবে করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। গান ও সংগীত পরিচালনায় ছিলেন প্রিন্স মাহমুদ।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ”আমরা আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার বাজার সম্প্রসারণে বিশ্বাস করি। ‘জংলি’-র পাকিস্তানে মুক্তি তারই অংশ। সব আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাবিং চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে আমাদের এই প্রিয় চলচ্চিত্র।”