আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন, পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যেকোনো স্থানে আঘাত হানতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের ‘উদ্দেশ্য’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ফিনার বলেন, ‘সত্যি বলতে এই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে।’
এ অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর।
ফিনারের মন্তব্যবের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত। অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন ও ইতিহাসবোধ শূন্য। এটির কৌশলগত সক্ষমতা শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং এটি কোনো অন্য দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সকল বিষয়ে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি।