আলোর যুগ স্পোর্টসঃ টানা তিন জয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ ম্যাচ গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে দলটি। শনিবার পঞ্চম ম্যাচে আবারও পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল বাংলাদেশের মেয়েদের। তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে +০.৬৩৯ হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনো আছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় শুরু ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশই। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে বাংলাদেশ।
তৃতীয় ওভারে ফারজানা হককে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। অভিজ্ঞ এই ওপেনার ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার দিলারাও ভালো করতে পারেননি। ১৩ রানে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানাও। টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে স্রেফ ১ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন শারমিন ও রিতু মনি। দুজনে যোগ করেন ৪৪ রান।
শারমিন ২৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নাহিদার সঙ্গে ফের ৪৪ রানের জুটি গড়েন রিতু। তবে ফিফটির আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ৪৮ রানে হারান উইকেট। আর নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান। শেষদিকে লড়ে যান ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিতে এসে বাকিরা দ্রুত উইকেট হারালেও তিনি থেকে যান অপরাজিত। ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা আলী। তিনে নামা সিদরা আমিন করেন ৫২ বলে ৩৩ রান। আলিয়া রিয়াজ ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।