Saturday, November 8, 2025
Homeঅপরাধপশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে প্রেট্রোল বোমা (মলোটভ ককটেল) নিক্ষেপের অভিযোগে দুই সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে। রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন— মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম। উভয়েই ১৬ বছর বয়সী। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দুই তাদের শনাক্ত করা হয়, যারা জেরুজালেমের উত্তরে অবস্থিত জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল বিস্ফোরণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকায় সেনা ইউনিট ওই ‘ব্যক্তিদের নিমূল করেছে’।  ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহভাজনদের হত্যা করলে সাধারণত এই শব্দটি ব্যবহার করেন। সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দুই ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়। দেইরা পশ্চিত তীরে অবস্থিত হলেও এটি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের অধিকৃত। এটি  এমন একটি সড়ক ও ভূমি দ্বারা পরিবেষ্টিত, যা কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার সেনাবাহিনী আরও একজন কিশোরকে হত্যা করে, যার বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল। শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তারা এই সপ্তাহে পশ্চিম তীরে তিনজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ৬০ জন  ‘চিহ্নিত ব্যক্তিকে’ গ্রেফতার করেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। লিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরায়েলি নিহত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments