Monday, February 3, 2025
Homeক্রিকেটপদত্যাগ করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার

পদত্যাগ করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার

আলোর যুগ স্পোর্টসঃ পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হান্নান সরকার। শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। তাতে তিনি লিখেছেন, চলতি মাসের শেষ দিন পর্যন্ত তিনি তার বর্তমান দায়িত্ব পালন করবেন। যদিও ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হান্নান সরকারের, তবে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মধ্যে তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন।

হান্নান সরকার গণমাধ্যমকে বলেছেন, কোচিং করানোর জন্য পদ ছেড়েছেন তিনি। তিনি বিসিবিতে যোগ দিতে আগ্রহী। গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান সরকার। জানা গেছে, হান্নান তার পদত্যাগপত্র বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে জমা দিয়েছেন।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশের ভিত্তিতে। হান্নান নিজেও নিশ্চিত করেছেন যে তিনি বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচক হিসেবে তিনি এক লাখ ২৫ হাজার টাকার বেতনে নিযুক্ত ছিলেন, তবে তিনি এই বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। নির্বাচকের পদ থেকে বাদ পড়ার সম্ভাবনা এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

হান্নান সরকার বলেন, “নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।” তিনি আরও বলেন, “বিসিবিতে সম্মানজনক বেতন এবং স্থায়ী চাকরি পেলে আমি কোচ হিসেবে দায়িত্ব নিতে চাই।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments