Friday, September 20, 2024
Homeক্রিকেটপঞ্চাশের আগেই নেই পাঁচ উইকেট

পঞ্চাশের আগেই নেই পাঁচ উইকেট

আলোর যুগ স্পোর্টসঃ চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। তবে ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। আরও একবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি গুড লেংথে অফ স্টাম্পের ওপর করেছিলেন বুমরাহ। আউট সুইংয়ের আশায় ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম, তবে তার ধারণা ভুল প্রমাণিত হল। ইনসুইং করে অফ স্টাম্পে আঘাত হানে বল। ২ রান করে বিদায় নেন সাদমান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির হাসান-শান্ত। তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই জাকিরকে বোল্ড করেন আকাশ দীপ। ইনিংসের ৯ম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে থেকে ইনসুইং করে জাকিরের মিডল স্টাম্প উপড়ে দেয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩ রান।

পরের বলটিও একই জায়গায় করেন আকাশ, ফলাফলই এসেছে একই। ঠিক যেন আগের বলে কার্বন কপি। এবার শুধু ব্যাটার বদল, জাকিরের জায়গায় মুমিনুল হক। দুই ওপেনারের ব্যর্থতার দিনে গুরু দায়িত্ব ছিল মুমিনুলের কাঁধে। তবে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটারও। গোল্ডেন ডাক খেয়ে দলের বিপদ আরও বাড়িয়েছেন তিনি। এরপর বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে বিদায় করেছেন মোহাম্মদ সিরাজ। সিরাজের করা অফ স্টাম্পের বলটা বেরিয়ে যাচ্ছিলো। সেই বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ভারতীয় বোলারদের তোপে একের পর এক বাংলাদেশি ব্যাটাররা যখন সাজঘরে ফিরছিলেন, তখন ভরসা হয়ে ছিলেন মুশফিক। তবে তিনিও প্রতিরোধ গড়তে পারলেন না। মুশফিককে ফেরালেন বুমরাহ। ভারতীয় পেসারের গুড লেংথের বলটা খানিক লাফিয়ে উঠে সুইং করলো, ব্যাট ছুঁয়ে জমা হলো সেকেন্ড স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে। ১৪ বলে ৮ রান করেছেন মুশফিক।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments