Saturday, November 8, 2025
Homeআন্তর্জাতিকনোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এখানেই কয়েক দশক ধরে গবেষণায় যুক্ত ছিলেন তিনি। এনএ-এর গঠন সম্পর্কে জেমস ওয়াটসনের যৌথ আবিষ্কার তাকে নোবেল পুরষ্কার এনে দেয়। তার এ আবিষ্কার ডিএনএ কীভাবে জিনগত তথ্য প্রতিলিপি করে এবং বহন করে, সেসব ব্যাখ্যা করার দরজা খুলে দেয়। জীববিজ্ঞানের অগ্রগতিতে তা যুগান্তকারী ভূমিকা রাখে।

১৯৫৩ সালে ডিএনএ-এর ডাবল-হেলিক্স মডেল আবিষ্কারকদের একজন তিনি। ন্য তিনি ১৯৬২ সালে মরিস উইলকিন্স ও ফ্রান্সিস ক্রিকের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান। ওই সময় তারা তিনজন বলেছিলেন, ‘আমরা জীবনের রহস্য আবিষ্কার করেছি।’ মস ওয়াটসন ২০১৪ সালে নিজের নোবেল পদকের সোনার অংশটুকু ৪৮ লাখ ডলারে বিক্রি করে দিয়েছিলেন। ওই সময় এ বিজ্ঞানী বলেছিলেন, জাতি নিয়ে মন্তব্যের পর বিজ্ঞানীরা তাকে বয়কট করায় তিনি নোবেল পুরষ্কারের সোনার অংশটুকু বিক্রি করার পরিকল্পনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments