আলোর যুগ স্পোর্টসঃ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে আগের ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞায় মাঠে নেমে দারুণ ফুটবল উপহার দিয়ে তারা নেপালের বিরুদ্ধে বড় জয় নিয়েছে।
২৪ আগস্ট ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হতেই বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স দেখায়। ৪১ মিনিটে কর্নার থেকে আসা বল জটলায় পেয়ে থৈনু মারমা জালে পাঠান বল। এর চার মিনিট পর সুরভী আকন্দ প্রীতি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেপাল, তবে তাদের একাধিক সুযোগ হাতছাড়া হয়। ৬২ মিনিটে নেপালের দুই ফরোয়ার্ড একাধিক ডিফেন্ডার পেছনে ফেলে গোলরক্ষকের সঙ্গে লড়াইয়ে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোলরক্ষককে বল তুলে দেন।
ম্যাচের ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ, তবে ভারতের কাছে হেরেছে। তিন ম্যাচে দুই জয় নিয়ে বাংলাদেশের মেয়েরা এখন ভালো অবস্থানে রয়েছে।