Saturday, November 23, 2024
Homeক্রিকেটনেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আলোর যুগ স্পোর্টসঃ সুপার এইটের সমীকরণ মেলাতে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজে। তাই কন্ডিশন বিবেচনাই দলে পরিবর্তন আশাটাই স্বাভাবিক।

বাংলাদেশের ম্যাচ ভেন্যু সেন্ট ভিসেন্ট দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব-মাহমুদুল্লাহর জন্য খুবই পরিচিত। কারণ, সেখানে জাতীয় দলের ম্যাচ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই দুই ক্রিকেটার। সেন্ট ভিসেন্টের উইকেট অনেকটাই স্পিন সহায়ক। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এ বিষয়কে গুরুত্ব দিতে হবে। সে ক্ষেত্রে দলে একজন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা। যেখানে সবার থেকে এগিয়ে শেখ মাহেদী। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments