Monday, May 12, 2025
Homeজেলার খবরনেত্রকোনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি

নেত্রকোনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি

আলোর যুগ প্রতিনিধিঃ ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠনগুলো। আজ রবিবার সকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করতে জমায়েত হয় অনেক নারী-পুরুষ।

পরে সেখান থেকে নানা স্লোগানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলনের ব্যানারে ডিসি অফিস উপস্থিত হয়। বিক্ষোভকারীরা ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠন  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশ থেকেই দেশের জেলায় ঘটে যাওয়া এ পর্যন্ত ৪ হাজার ৭৩০টি ঝুলে থাকা নারী ও শিশু সহিংসতার মামলার সুরাহা চেয়ে ডিসির কাছে প্রতিবেদন দেয়া হয়। এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস দ্রুত এসব মামলার নিষ্পত্তির ব্যপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, সাবেক সম্পাদক কোহিনূর বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, বারাসিকের মো অহিদুর রহমান, মহিলা পরিষদের ফাহমিনা সুলতানা তোতা, নাগরিক কমিটির জেলা সংগঠক রফিকুল ইসলাম শুভ, আব্দুল গাফফারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জেলার যে সকল নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে সেগুলোর শাস্তি দ্রুত সময়ে নিশ্চিত করার পাশাপাশি মাগুরার ওই শিশুকে পাশবিক নির্যাতনের দায়ে অভিযুক্তদের ফাঁসির দণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments