Friday, January 9, 2026
Homeজেলার খবরনির্বাচনী তহবিলে বিপুল সাড়া, কত টাকা অনুদান সংগ্রহ ফুয়াদের

নির্বাচনী তহবিলে বিপুল সাড়া, কত টাকা অনুদান সংগ্রহ ফুয়াদের

আলোর যুগ প্রতিনিধিঃ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চান। এতে বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন- তিনি মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান পেয়েছেন।

ওই পোস্টে তিনি লিখেন- প্রিয় দেশবাসী, আমার আসনে ভোটার সংখ‍্যা কমবেশী ৩,৩২,১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক ১০ টাকা জন প্রতি আমার খরচের সীমা ৩৩ লক্ষ ২১ হাজার ১০ টাকা। আমার পেইজ ও আইডি অ‍্যাডমিন আমাকে জানিয়েছে যে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশে জমা হয়েছে- ১৯,২৩,৫৫২ টাকা, নগদে ২,৩৫,০৫৬ টাকা এবং ব‍্যাংকে ১৮,০৭,৯৪৮ টাকা। মোট অনুদান এসেছে ৩৯, ৬৬, ৫৫৬ টাকা।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন- দেশ/প্রবাস থেকে যারা অনুদান দিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হাজার হাজার ভালোবাসার মানুষ ফোন করেছেন, ম্যাসেজ দিয়েছেন যাদেরকে উত্তর দেওয়া সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান অডিট করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শুকরিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments