Saturday, November 23, 2024
Homeদেশজুড়েনিজ উপজেলায় ভোট দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজ উপজেলায় ভোট দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে মঙ্গলবার দিনাজপুরের ৪টি উপজেলায় নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টায়  উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

সকাল ৯টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় মন্ত্রী বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এটি দলীয় প্রতীকে নির্বাচন নয়। আমরা চাই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে।

জেলা নির্বাচন কর্মকতা কামরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ৪টি উপজেলা বিরল, বোচাগঞ্জ ,কাহারোল ও বীরগঞ্জে ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ৪টি উপজেলায় ৩০৫টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। অবাধ নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত  ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার সদস্যদের টহল দিচ্ছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করছে।

জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। উল্লেখ্য, ৪টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ১২ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments