Sunday, January 19, 2025
Homeআন্তর্জাতিকনিজস্ব প্রযুক্তির প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তির প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

আলোর যুগ প্রতিনিধিঃ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ সংস্থা জানিয়েছে, চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে বলেছে, পিআরএসসি-ইও১ স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা, দুর্যোগের প্রতিক্রিয়া এবং নগর পরিকল্পনা ও কৃষি উন্নয়নের উন্নতিতে পাকিস্তানের সক্ষমতা বাড়িয়ে তুলবে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ধরনের উপগ্রহ মূলত প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও চিত্র সংগ্রহ করতে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে।

চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৭ জানুয়ারি) চীনের ‘লং মার্চ-২ডি’ ক্যারিয়ার রকেট পাকিস্তানের ‘পিআরএসসি ইও১’ এর পাশাপাশি ‘তিয়ানলু-১’ এবং ‘ব্লু কার্বন ১’ নামের আরও দুটি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সুপারকোর নেতৃত্বে এটি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের ক্রমবর্ধমান ক্ষমতাকে তুলে ধরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments