Wednesday, April 9, 2025
Homeক্রিকেটনিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ ডট বল; যা বললেন শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ ডট বল; যা বললেন শান্ত

আলোর যুগ স্পোর্টসঃ  চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৩৬ রানের জবাবে খেলতে নেমে ২৩ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে চ‍্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল কিউইরা। তবে সব আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ডট বল প্রবণতা! পাকিস্তানের পিচ রানপ্রসবা বলে প্রশংসা কুড়িয়েছিল বরাবরই। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের চরিত্রটাও তারচে খুব বেশি ব্যতিক্রম হওয়ার কথা ছিল না।

তবু কষ্টসাধ্য উইকেট মেনে নিলেও, বেশ দৃষ্টিকটু ব্যাটিং দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ব্যাটিংয়ে ডট বল দিয়েছে ১৮১টি। যার অর্থ ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভারেই কোনো রান করতে পারেনি টাইগাররা। একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে তুলনামূলক কঠিন উইকেটে ব্যাট করেছিলেন ভারতের বিরাট কোহলি। ৩৬ বছর বয়সেও যিনি ৭২ রানই নিয়েছিলেন রানিং বিটুইন দ্য উইকেটে।

অথচ বাংলাদেশের সেই স্ট্রাইক রোটেশনের অভ্যেসটাই যেন গড়ে ওঠেনি। বরং এতগুলো ডটবল চাপ বাড়িয়েছে প্রতিনিয়ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, উন্নতির জায়গা দেখছেন এই ডট বল প্রবণতায়। এত বেশি ডট বল খেলার কারণ জানিয়ে শান্ত বলেন, ‘একটা সময় ৫–১০ ওভার পরপরই আমাদের উইকেট পড়েছে। এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় জুটি গড়তে পারলে এত বেশি ডট বল হয়তো হতো না।’

কিউই স্পিনার ব্রেসওয়েলের মাত্র ২৬ রানে ৪ উইকেট পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘আমরা কিছু বাজে শট খেলে আউট হয়েছি। ব্রেসওয়েলও ভালো বোলিং করেছে। তবে আমার মনে হয় তাকে আমরা আরেকটু ভালোভাবে খেলতে পারতাম। তার বলে ভুল শট বেশি খেলেছি আমরা।’২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও ম্যাচটা গুরুত্ব সহকারেই দেখছেন শান্ত, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments