আলোর যুগ বিনোদনঃ বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস, নগর বাউল নামে পরিচিত এই সংগীত তারকা, আবারও আলোচনায় ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে। সংগীতের মতোই তাঁর ব্যক্তিগত জীবনও বরাবরই ছিল কৌতূহলের কেন্দ্রবিন্দু। এবার তিনি আলোচনায় এসেছেন তৃতীয় বিয়ে ও নবজাতক পুত্রসন্তানের কারণে।
২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টে জেমসের সঙ্গে পরিচয় হয় নৃত্যশিল্পী নামিয়া আমিনের। সেই পরিচয় থেকেই শুরু হয় বন্ধুত্ব, যা পরবর্তীতে রূপ নেয় প্রেমে। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁরা ঢাকার বনানীতে জেমসের নিজস্ব বাসায় একসঙ্গে বসবাস করছেন।
বিয়ের এক বছর পর, ২০২৫ সালের ৮ জুন দম্পতির জীবনে আসে নতুন আনন্দ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে নামিয়া জন্ম দেন তাঁদের প্রথম সন্তান জিবরান আনামকে। জেমসের ঘনিষ্ঠজনদের মতে, এই নতুন অধ্যায় তাঁকে আরও পরিণত ও প্রশান্ত করেছে। নামিয়া আনাম যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এক প্রতিভাবান নৃত্যশিল্পী। তাঁর বাবা-মা নুরুল আমিন ও নাহিদ আমিন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই নৃত্যের সঙ্গে বেড়ে ওঠা নামিয়া বিদেশের মঞ্চেও পরিচিত মুখ। সেই মঞ্চেই তাঁর সঙ্গে দেখা হয় বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমসের, যা পরিণতি পায় সংসারে।
জেমসের এটি তৃতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি, যাঁর ঘরে রয়েছে এক পুত্র দানিশ ও কন্যা জান্নাত। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে মেয়েকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০১৪ সালে বেনজীরের মার্কিন নাগরিকত্ব গ্রহণের পর থেকেই জেমস সংগীতে মনোযোগী হয়ে বাংলাদেশে ফিরে আসেন।
জেমসের ঘনিষ্ঠ সূত্র জানায়, পুত্রসন্তানের আগমন তাঁর জীবনে নতুন এক প্রেরণা জুগিয়েছে। নিজেও জেমস বলেছেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। সবাই আমাকে দোয়ায় রাখবেন।”
গান ছাড়াও ফটোগ্রাফিতে রয়েছে জেমসের বিশেষ আগ্রহ। সফরে গিটার যেমন তাঁর সঙ্গী, তেমনি ক্যামেরাও। দেশ-বিদেশের প্রকৃতি ও শহুরে জীবনের নানা দৃশ্য তিনি ধারণ করেন নিজের লেন্সে। ঘনিষ্ঠজনদের ভাষায়, “গান ও ক্যামেরা—এই দুই নেশাতেই জেমস খুঁজে পান নিজের পরিপূর্ণতা।”
জেমস জানিয়েছেন, তিনি নতুন গান নিয়ে কাজ করছেন। “অনেকদিন নতুন গান প্রকাশ পায়নি, কিন্তু কাজ থেমে নেই। যখন প্রকাশ শুরু হবে, তখন একের পর এক গান আসবে।” যদিও নির্দিষ্ট তারিখ জানাননি, তবু তাঁর এই ঘোষণা ভক্তদের মুখে এনেছে নতুন প্রত্যাশার হাসি।