Thursday, September 19, 2024
Homeআন্তর্জাতিকনরেন্দ্র মোদি প্রথম বিদেশ সফরে যে দেশে যাবেন

নরেন্দ্র মোদি প্রথম বিদেশ সফরে যে দেশে যাবেন

আলোর যুগ প্রতিনিধিঃ টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম বিদেশ সফর হিসেবে ইতালি যাবেন। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালির ফাসানোতে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক জোট জি-৭ শীর্ষ সম্মেলন আগামী ১৩ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হবে । এ সম্মেলনে যোগ দেবেন মোদি।

ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়, গত দুই মেয়াদে নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যে সম্পর্ক গড়েছেন, এবার তার আরও উন্নতি চান। নরেন্দ্র মোদি জি–৭–এর ৫০তম সম্মেলনকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছেন।

এবারের জি–৭ সম্মেলনে একদিকে পশ্চিমাদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব এবং অন্যদিকে চীন-রাশিয়ান জোটের ক্রমবর্ধমান উত্থানের বিষয়টি তুলে ধরা হবে। এটি ভারতীয় কূটনীতির জন্য বড় ধরনের নতুন সুযোগের পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। এছাড়া আগামী মাসের শুরুতে মোদি সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান সফর করবেন।

সদ্য অনুষ্ঠিত ভারতের নির্বাচনের মোদি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পেলেও তার দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অপর দিকে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট দুই শতাধিক আসন পেয়েছে। সরকার টিকিয়ে রাখতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শরিকদের ওপর নির্ভর করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments