Wednesday, February 5, 2025
Homeঅপরাধনতুন মামলায় শাহজাহান ওমর-মামুন ও আছাদুজ্জামান গ্রেফতার

নতুন মামলায় শাহজাহান ওমর-মামুন ও আছাদুজ্জামান গ্রেফতার

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বুধবার ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক গ্রেফতার দেখানোর এই নির্দেশ দেন।

এর আগে তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত বছর ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments