Friday, January 10, 2025
Homeখেলানতুন বছরে মাঠে নেমেই গোল পেলেন রোনালদো

নতুন বছরে মাঠে নেমেই গোল পেলেন রোনালদো

আলোর যুগ স্পোর্টসঃ দল ধুঁকলেও নিজের পারফরম্যান্স ঠিক রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল ওখদুদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল আল নাসর।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আল ওখদুদ। স্যাভিয়র গাডউইন তাদের এগিয়ে নেন। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় লাগেনি আল নাসরের। ২৯তম মিনিটে তাদের সমতায় ফেরান সাদও মানে। সতীর্থের হেডে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন সাবেক এই লিভারপুল তারকা।

৪২তম মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান রোনালদো। বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আসরের প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা। বিরতির পর ফের গোল পান মানে। হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন সেনেগালের ৩২ বয়সী এই ফরোয়ার্ড।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments