Friday, May 2, 2025
Homeক্রিকেটনতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন শিখর ধাওয়ান

নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন শিখর ধাওয়ান

আলোর যুগ স্পোর্টসঃ গত মার্চে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে এক নারীর সঙ্গে দেখা যায়। পরে জানা যায় তিনি আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইন। কিন্তু হঠাৎ করেই ধাওয়ান-সোফি একসঙ্গে সামনে আসায় নতুন সম্পর্কের জল্পনা চলতে থাকে। ধাওয়ান নিজেও এক বার্তায় ইঙ্গিতটা দিয়েছিলেন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণাটাও।

ভারতীয় গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল— এক বিদেশিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাবেক এই ভারতীয় ওপেনার। পরে নতুন এই প্রেমের গল্প নিয়ে এক অনুষ্ঠানে নিজেই কথা বলতে গিয়েও মুখে লাগাম দেন। নতুন প্রেমিকার নাম কি– এমন প্রশ্নের জবাবে ধাওয়ান প্রথমে একটু দ্বিধা করেছিলেন। পরে অবশ্য হাসতে হাসতে বলেছেন, ‘আমি কোনো নাম বলব না। তবে এই ঘরে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার গার্লফ্রেন্ড।’ তখন সেখানেই উপস্থিত ছিলেন সোফি।

ধাওয়ানের সেই মন্তব্যের ভিডিও সেই সময় ভাইরাল হয়েছিল। একইসঙ্গে মোটামুটি সোফির সঙ্গে যে তার কিছু একটা চলছে তা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেন অনেকেই। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। গতকাল (বৃহস্পতিবার) ইনস্টাগ্রামে সোফির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি। সেই পোস্টে ধাওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments