আলোর যুগ স্পোর্টসঃ পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। যার প্রথম দায়িত্ব আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। মুশতাক কোচ হয়ে আশায় বেশ লাভবান হয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এমনটাই মনে করেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে কোচ মুশতাককে নিয়ে শান্ত বলেন, ‘উনার মতো অভিজ্ঞ একজন দলের সঙ্গে আছেন, রিশাদের জন্য এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। বাকি স্পিনারদের নিয়েও যেভাবে কাজ করছেন আশা করছি সামনে তারা আরও ভালো করবে। উনার সঙ্গে স্পিনাররা খুব ভালো কাজ করছে।’
বাংলাদেশের স্পিনারদের নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শান্ত জানান, ‘আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট স্পিনার আছে। পুরো বাংলাদেশের ক্রিকেট যদি চিন্তা করি, অনেক স্পিনার আছে। সবাই কোয়ালিটি স্পিনার। বিশ্ব ক্রিকেটে আমাদের স্পিনারদের এভাবেই হাইলাইট করা হয়। আমাদের তাই ওই অপশন আছে। দল যখন ঘোষণা করা হবে তখন দেখতে পারবেন আমরা কতজন স্পিনার নিয়ে যাচ্ছি। তবে আমাদের পেস ও স্পিন দুই জায়গাতেই যথেষ্ট অপশন আছে।’
এর আগে প্রথমবার বাংলাদেশে কোচ হয়ে এসে মুশতাক নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘আমি এখানকার স্পিন বিভাগে একটি পার্থক্য তৈরি করতে এসেছি। আমার জ্ঞান তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে পারি। আশা করি আমরা একটি পার্থক্য করতে পারব। এখানকার তরুণ ক্রিকেটাররা খুবই প্রতিভাবান, তাই আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারি। আমি বিশ্বাস করি তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে।’