Saturday, April 26, 2025
Homeঅপরাধনকল বই ছাপানোর কারখানা সিলগালা

নকল বই ছাপানোর কারখানা সিলগালা

আলোর যুগ প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বোর্ডের নকল বই ছাপানোর একটি প্রেসে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদরাসা বোর্ডের বই উদ্ধার করে। অভিযানের পরে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল।

উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদরাসা বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। তবে প্রেসের মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোনো কাগজপত্র কেউ দেখাতে পারেননি। তিনি আরও জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments