আওয়ামী লীগ সাবেক এমপি বেনজির আহমেদ এর সাথে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম।
আলোর যুগ প্রতিবেদক :
ধামরাই উপজেলার সাভার সংলগ্ন ধামরাই থানার কুল্লা ইউনিয়নের যুবলীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। সাভার স্বাস্থ্যকমপ্লেক্সে তাকে ভর্তির পর আজ রবিবার সকালে সে আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়েছে। তার নাম মো: জাহিদুল ইসলাম পিতা আব্দুস সাত্তার, সে ধামরাই উপজেলা রোহাইল ইউনিয়নের বরাকৈর গ্রামের অধিবাসী। স্থানীয় একটি হত্যা মামলা সহ ছাত্রজনতা হত্যার দুটি মামলার সন্দেহজনক আসামি সে। সে সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহমেদ মজুমদার এর ঘনিষ্ঠ আস্থাভাজন এবং স্থানীয় কুল্লা ইউনিয়ন এর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার কামাল মজুমদারের গ্রেফতার এর পর চৌচাইল গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করে পিটানো হয়। সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের বরাকৈর গ্রামে জোর করে দখলে নেয়া কয়েকশত একর সম্পত্তির দখলে নিতে এই জাহিদের এবং দলিল লেখক সোহেলের সহযোগিতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। গত শুক্রবার কামাল আহমেদ মজুমদার গ্রেফতার হওয়ার পর গতকাল শনিবার বিকেলে বুরাকৈর গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় দুর্বৃত্তরা তাকে পিটিয় আহত করে সাবেক কালিপদ চেয়ারম্যান এর বাড়ির সামনে ফেলে রাখে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও সে আজ রবিবার সকালে হাসপাতাল থেকে পালিয়েছে বলে জানা গেছে। তার পিতা আব্দুস সাত্তারের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান,একটি হত্যা মামলার সে এজহার ভুক্ত আসামি। তাই গ্রেফতার এড়াতে হয়তো সে হাসপাতাল ত্যাগ করেছে। তবে তিনি বলেন,তাকে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।