Thursday, September 4, 2025
Homeক্রিকেটধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

আলোর যুগ স্পোর্টসঃ ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) যৌথভাবে জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলাটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তাই তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন ও জিও নিউজ–এর খবরে বলা হয়েছে, তদন্ত শেষ হওয়ার পর হায়দারকে তার পাসপোর্টও ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এখন তিনি যুক্তরাজ্য ছাড়তে পারবেন।

গত ৪ আগস্ট যুক্তরাজ্যের কেন্টের স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে গ্রেপ্তার করা হয়েছিল হায়দার আলীকে। অভিযোগ ছিল, ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি হোটেলে এক ব্রিটিশ–পাকিস্তানি নারীকে ধর্ষণ করেন হায়দার। এরপর ১ আগস্ট পুনরায় দেখা করেন তারা। প্রথম সাক্ষাতের প্রায় দুই সপ্তাহ পর নারীটি অভিযোগ দায়ের করেন।

তবে জিজ্ঞাসাবাদের সময় হায়দার আলী অভিযোগ অস্বীকার করেন। জানান, অভিযোগকারীকে তিনি আগে থেকেই চিনতেন এবং তাকে বন্ধু হিসেবে মনে করতেন। তিনি অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেন। পুরো আইনি প্রক্রিয়ায় হায়দারের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যভিত্তিক ফৌজদারি আইনজীবী ব্যারিস্টার মঈন খান।

তদন্ত চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হায়দার আলীকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। তবে অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর বোর্ড এখন তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।

২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ২০২০ সালের সেপ্টেম্বরে পাকিস্তান জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেন। এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৩৫টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে ম্যাচ। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের হয়ে খেলেন তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুটি তিন দিনের ম্যাচ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments