Tuesday, January 27, 2026
Homeজেলার খবরদুর্নীতিবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাতে হবে

দুর্নীতিবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাতে হবে

আলোর যুগ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি আসার পথে দেখেছি, পদ্মা গড়াই নদী নয়, যেন মরুভূমি। উত্তরবঙ্গেও দেখেছি, নদীগুলোকে খুন করা হয়েছে। নদী বাঁচলে মাটি বাঁচবে। মাটি বাঁচলে আমার মা বাঁচবে। কথা দিচ্ছি নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করব। গতকাল কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কৃষ্টিয়া ছাড়াও এদিন মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক পৃথক সময়ে জনসভায় অংশ নেন জামায়াতের আমির। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়া। এখানে খাজনার নামে চাঁদা তোলা হয় অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, এখান থেকে চাল বোঝাই করে ট্রাক রাজধানী ও দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরাও অতিষ্ঠ।

সরকারি টাকার হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হবে : মেহেরপুর জামায়াতে ইসলামীর জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যারা সংসদ সদস্য হবেন তাদের সম্পদ আমরা বাড়তে দেব না। সব জনপ্রতিনিধির প্রতিবছর সম্পদের হিসাব দিতে হবে। জাতি যদি আমাদের ক্ষমতার আমানত অর্পণ করে তাহলে আমরা জণগণের সম্পদের ওপর হাত দেব না। আমরা সরকারি তহবিলের প্রতিটা হিসাব জনগণের সামনে দিতে বাধ্য থাকব। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তিনি।‘চাঁদাবাজ, দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে : চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ১১-দলীয় জোটের সমর্থনে এক জনসভায় জামায়াতের আমির বলেন, ‘চাঁদাবাজ, দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে। নির্বাচনি মাঠে কেউ যদি ফ্যাসিবাদের চেহারা নিয়ে আসে, তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামের জয় হয়েছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও ইসলামের জয় হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে : ঝিনাইদহে নির্বাচনি জনসভায় জামায়াত আমির বলেন, যোগাযোগ ব্যবস্থা যা আছে তার আরও উন্নতি করা প্রয়োজন। সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। কেন এই এলাকার মা-বাবা নেই? সরকারের কি চোখ নেই? সরকারের কি জনবল নেই? সড়ক বিভাগের কোনো জনবল নেই? কেন এই অঞ্চলের সড়ক মেরামত করা হয়নি। এর একটা মাত্র কারণ, রাষ্ট্রের টাকা চুরি করে তহবিলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনেন তাহলে যারা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, তাদের পেটের ভিতর হাত দিয়ে টাকা ছিনিয়ে আনব। এটা দেশে হোক আর বিদেশে হোক, এই টাকা ছিনিয়ে আনব। এই টাকা হজম করতে পারবে না। ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল সন্ধ্যায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঝিনাইদহের জনসভার মঞ্চে ওঠেন জামায়াত আমির। অল্প সময়ের মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক : বিভিন্ন এলাকায় নির্বাচনি কাজে একটি বড় দলের কর্মীরা জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন জায়গায় হামলা, হেনস্তা, নাজেহাল করছেন। নেকাব খোলা হচ্ছে। তাদের মোবাইল ফোন নিয়ে যাচ্ছে- অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সম্ভব। যদি এসব নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’ গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments